পৃষ্ঠাসমূহ

০৮ এপ্রিল ২০১১

মঙ্গল পাণ্ডে

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী মঙ্গল পাণ্ডে ১৮৫৭ সালের ৮ এপ্রিল কলকাতার ব্যারাকপুরে শহীদ হন। বলা যায় সিপাহী বিদ্রোহ নামে পরিচিত ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের অগ্রদূত তিনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সাধারণ সিপাহী হলেও ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের মূল নায়ক ছিলেন তিনিই। ১৮৫৭ সালের ২৯ মার্চ পাণ্ডে প্রথম তার... ঊর্ধ্বতন ব্রিটিশ কর্মকর্তাকে আক্রমণ করে এই বিদ্রোহের সূচনা করেন। কথিত রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ-ভারতে সিপাহীদের মধ্যে যে কার্তুজ সরবরাহ করত, তা ছিল প্রাণীর চর্বিমিশ্রিত। উল্লেখ্য, শূকর এবং গরু মুসলিম ও হিন্দুধর্মে নিষিদ্ধ। তাই যখন সিপাহীদের মধ্যে রটে গেল তারা যে কার্তুজ ব্যবহার করছে তা গরু কিংবা শূকরের চর্বিমিশ্রিত, তখন তারা বিক্ষোভে ফেটে পড়ে। কারণ দাঁত দিয়ে কামড়িয়ে কার্তুজের খোসা ছাড়াতে হতো। বিশেষ করে, মঙ্গল পাণ্ডে ছিলেন ধর্মভীরু। ধর্মানুভূতিতে আঘাতের প্রতিবাদে তিনি ফুঁসে ওঠেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে সাধারণ সৈন্যদের সংগঠিত করেন। ১৮২৭ সালের ১৯ জুলাই পাণ্ডে জন্মগ্রহণ করেন উত্তর প্রদেশের নাগওয়ায়। ব্রিটিশ কর্তৃপক্ষ পাণ্ডেকে আটক করে ১৮৫৭ সালের এই দিনে ফাঁসিতে ঝোলায়।