পৃষ্ঠাসমূহ

২৩ এপ্রিল ২০১১

সত্যজিত্ রায়

প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ পরিচালক সত্যজিত্ রায় ১৯৯২ সালের ২৩ এপ্রিল কলকাতায় পরলোকগমন করেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং তার কাজের পরিমাণও বিপুল। তিনি ৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। যার মধ্যে অন্যতম ছিল কান চলচ্চিত্র উত্সবে পাওয়া ‘শ্রেষ্ঠ মানব দলিল (ইবংঃ ঐঁসধহ উড়পঁসবহঃ)' পুরস্কারটি। পথের পাঁচালি, অপুর সংসার ও অপরাজিত—এই তিনটি চলচ্চিত্রকে একত্রে বলা হয় ‘অপুত্রয়ী’ এবং এগুলো তার জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে স্বীকৃত। চলচ্চিত্র নির্মাণের বাইরেও কাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর, গ্রাফিক নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক হিসেবে তার পরিচিতি ছিল। বর্ণময় কর্মজীবনে তিনি বহু পুরস্কার পেয়েছেন। তবে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ১৯৯১ সালে পাওয়া একাডেমি পুরস্কার (অস্কার)। ১৯২১ সালের ২ মে সত্যজিত্ জন্মগ্রহণ করেন কলকাতায়। বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র উপেন্দ্রকিশোর রায় ও সুকুমার রায় ছিলেন তার পিতামহ ও পিতা। সত্যজিত্ কলকাতা প্রেসিডেন্সি কলেজ এবং শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাঁ রেনোয়ার সংস্পর্শে এবং লন্ডন সফরে ইতালীয় ছবি ‘বাইসাইকেল থিভস’ দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন।