পৃষ্ঠাসমূহ

১১ এপ্রিল ২০১১

যামিনী রায়

উপমহাদেশের বরেণ্য চিত্রকর যামিনী রায় ১৮৮৭ সালের ১১ এপ্রিল পশ্চিমবঙ্গের বাঁকুরা জেলার বেলিয়াতোর গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৬ বছর বয়সে কলকাতায় সরকারি আর্ট স্কুলে ভর্তি হন। এখানে তিনি যা শিখেছিলেন তা ছিল গতানুগতিক। ১৯০৮ সালে ফাইন আর্টে তিনি ডিপ্লোমা গ্রহণ করেন। অচিরেই তিনি অনুধাবন করেন যে আঁকাআঁকির ব্যাপারে পশ্চিমা ধারার পরিবর্তে নিজস্ব সংস্কৃতিই হবে উত্তম অনুপ্রেরণা। নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষ্যে এ জন্যই তিনি লোক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি বেছে নিয়েছিলেন। কালিঘাট পটচিত্র দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে তিনি ইমপ্রেসনিস্ট ল্যান্ডস্কেপ ধারা থেকে সরে আসেন। সাঁওতালদের সংস্কৃতির মাধ্যমে প্রাথমিকভাবে তিনি নিজস্ব ধারার পরীক্ষা চালান। শিল্পকে একটি নির্দিষ্ট গণ্ডি থেকে সমাজের সর্বত্র রূপ দিতে চেয়েছিলেন তিনি; যাতে ভারতীয় চিত্রকলার আলাদা বৈশিষ্ট্য ফুটে ওঠে। ১৯৫৪ সালে তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। লন্ডনের ভিক্টোরিয়া এবং আলবার্ট মিউজিয়ামে তার চিত্রকর্ম সংরক্ষিত আছে। নিজেকে তিনি পটুয়া পরিচয় দিতেই বেশি পছন্দ করতেন। ১৯৭২ সালের ২৪ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।