পৃষ্ঠাসমূহ

১৪ এপ্রিল ২০১১

আলী আকবর খান

উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপুরুষ আলী আকবর খান ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লায় জন্মগ্রহণ করেন সরোদ বাদনে তিনি ছিলেন অদ্বিতীয় পিতা ওস্তাদ আলাউদ্দিন খান ভারতের মধ্যপ্রদেশের মাইহারে উচ্চাঙ্গসঙ্গীতের যে ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন, তা পশ্চিমাঞ্চলে বিকশিত হয়েছিল আলী আকবর খানের হাত ধরেই সঙ্গীতে তার হাতেখড়ি বাবার কাছে তবলা শেখেন চাচা ফকির আফতাবউদ্দিনের কাছে
১৯৫৫ সালে তিনি বিখ্যাত বেহালাবাদক ইয়েহুদি মেনুহিনের আমন্ত্রণে আমেরিকা যান এবং পরবর্তী সময়ে ক্যালিফোর্নিয়ায় স্থায়ী হন আলী আকবর খান ৫ বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন ১৯৮৯ সালে তিনি ভারতের পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন
আলী আকবর খানের জন্মের কিছুকাল পরই তাদের পরিবারটি কুমিল্লা ছেড়ে মাইহারে পাড়ি জমায় ১৯৩৬ সালে ১৩ বছর বয়সে এলাহাবাদে তিনি প্রথম কনসার্টে অংশগ্রহণ করেন বাবার সুপারিশে তিনি যোধপুরের মহারাজার দরবারে প্রধান সঙ্গীতজ্ঞের দায়িত্ব পেয়েছিলেন জীবনে তিনবার তিনি বিয়ের পিঁড়িতে বসেন ২০০৯ সালের ১৮ জুন ক্যালিফোর্নিয়ায় তিনি ইন্তেকাল করেন
তিনি ম্যাক আর্থার ফেলোশিপ এবং ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপের এনডাওমেন্ট ফর দ্য আর্টস পুরস্কারও লাভ করেছিলেন