পৃষ্ঠাসমূহ

০৬ মে ২০১১

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ১৮২১ সালের ৫ মে যুক্তরাজ্যশাসিত সেন্ট হেলেনা দ্বীপের লঙউডে নির্বাসিত অবস্থায় পরলোকগমন করেন। ফরাসি বিপ্লবের সময় তিনি ছিলেন একজন জেনারেল। ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল ছিলেন তিনি। ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই জেনারেল প্রথম নেপোলিয়ন নামে ১৮০৪-১৮১৫ সাল পর্যন্ত ফরাসি সম্রাট হিসেবে অধিষ্ঠিত ছিলেন। তিনি ইতালিরও রাজা ছিলেন। তার নেতৃত্বে ফরাসি সেনাবাহিনী এক দশকের বেশি সময় ধরে সব ইউরোপীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এবং ইউরোপের অধিকাংশ অঞ্চল আয়ত্তে নিয়ে আসে। ১৮১২ সালে তার নেতৃত্বে ফরাসি বাহিনী রাশিয়ায় যে আগ্রাসন চালায় তা ইউরোপের রাজনীতিতে মহাসন্ধিক্ষণ হিসেবে বিবেচিত। রাশিয়ায় আক্রমণ এবং ১৮১৩ সালে লিপজিগে পরাজয়ের পর ষষ্ঠ কোয়ালিশন ফ্রান্সে আগ্রাসন চালায়। এর ফলে ১৮১৪ সালে নেপোলিয়ন পশ্চাত্পসারণ করতে বাধ্য হন। ১৮১৫ সালে তিনি ওয়াটার লু যুদ্ধে হেরে যান। এর ফলে জীবনের বাকি ৬ বছর তাকে আটলান্টিক মহাসাগরে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত জীবন কাটাতে হয়। ১৭৬৯ সালে ১৫ আগস্ট ফ্রান্সের করসিকার এজাসিও শহরে জন্মগ্রহণ করেন তিনি। তার জীবনে তার মায়ের প্রভূত প্রভাব পড়েছিল। ১৭৮৫ সালে প্রশিক্ষণ শেষ করে বোনাপার্ট সেকেন্ড লেফটেন্যান্ট পদে কমিশন পান। ১৭৮৯ সালের বিপ্লবের আগ পর্যন্ত নেপোলিয়ন ভ্যালেন্স এবং এক্সনে সেনা রক্ষকের দায়িত্ব পালন করেন।