পৃষ্ঠাসমূহ

২৩ মার্চ ২০১১

শক্তি চট্টোপাধ্যায়


বাংলা সাহিত্যে জীবনানন্দ-উত্তর যুগের একজন প্রধান লিরিক কবি শক্তি চট্টোপাধ্যায় ১৯৯৫ সালের ২৩ মার্চ পরলোকগমন করেন। পঞ্চাশের দশকে লেখালেখি শুরু করলেও ষাটের দশকের কবি হিসেবেই স্বীকৃত তিনি। ১৯৩৪ সালের ২৫ নভেম্বর শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের জয়নগরের মজিলপুরের একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। দারিদ...্র্যের কারণে তিনি পড়াশোনা অসমাপ্ত রেখে প্রেসিডেন্সি কলেজ ছাড়েন এবং সাহিত্যকে জীবিকা করার উদ্দেশ্যে উপন্যাস লেখা শুরু করেন। তার প্রথম উপন্যাস কুয়োতলা। তার প্রথম কাব্য সংকলন ‘হে প্রেম, হে নৈঃশব্দ্য’। চাইবাসায় বাল্যবন্ধু সমীর রায়ের বাড়িতে আড়াই বছরের অতিথি থাকাকালে তিনি সমীরের শ্যালিকার প্রেমে পড়েছিলেন। এ থেকেই তিনি ঔপন্যাসিক থেকে রবীন্দ্র-পরবর্তী সবচেয় শক্তিশালী লিরিক কবিতে পরিণত হন। পরবর্তী ৩২ বছর প্রায় আড়াই হাজারের মতো কবিতা লিখেন। ৪৫টি বই আকারে এগুলো প্রকাশিত হয়েছিল। ১৯৬১ সালে সূচিত হাংরি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। ১৯৬৩ সালে তিনি হাংরি আন্দোলন ত্যাগ করে কৃত্তিবাস ম্যাগাজিনে যোগ দিয়েছিলেন। আজীবন ভবঘুরে ছিলেন শক্তি চট্টোপাধ্যায়।