পৃষ্ঠাসমূহ

০৯ এপ্রিল ২০১১

রোকনুজ্জামান খান (দাদা ভাই )

১৯২৫ সালের ৯ এপ্রিল রাজবাড়ীর পাংশায় জন্মগ্রহণ করেন শিশুসাহিত্যিক, শিশু সংগঠক ও সাংবাদিক রোকনুজ্জামান খান। দাদা ভাই নামেই তিনি বহুল পরিচিত। শিশু সংগঠন কচিকাঁচার প্রতিষ্ঠাতা তিনি। তার পিতামহ মোহাম্মদ রওশন আলী চৌধুরী ছিলেন মাসিক কোহিনূর পত্রিকার সম্পাদক। ১৯৪৮ সালে দৈনিক ইত্তেহাদ পত্রিকার মধ্য দিয়ে সংবাদপত্র জগতে তার য...াত্রা শুরু। তিনি ওই পত্রিকার শিশু বিভাগের সম্পাদক ছিলেন।১৯৫৫ সালে তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন মফস্বল সম্পাদক হিসেবে। একই সালে তিনি ইত্তেফাকের শিশু বিভাগেও দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি এ পত্রিকার সাহিত্য এবং ফিচার বিভাগের প্রধান হন। ১৯৫৬ সালে তিনি কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন। ১৯৬৮ সালে তিনি বাংলা একাডেমী এবং ১৯৯৪ সালে শিশু একাডেমী পুরস্কার লাভ করেন। আজব হলেও গুজব নয়, হাট্টিমাটিম টিম এবং খোকন খোকন ডাক পাড়ি তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। ২০০০ সালে তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন শিশুর মতো সরল। সমাজে শান্তি প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রপথিক।১৯৯৯ সালের ৩ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।