পৃষ্ঠাসমূহ

১৩ মে ২০১১

দান্তে

বিখ্যাত ইতালীয় কবি দান্তে ১২৬৫ সালের ১৩ মে ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন। তার আসল নাম দুরান্তে দেইলি আলিঘিরেরি। তিনি ছিলেন মধ্যযুগের প্রধান ইতালীয় কবি। ডিভাইন কমেডি তার রচিত অমর মহাকাব্য। ভেনিশিয়া ভাষায় রচিত এ কাব্যে তিনি চার্চ এবং সমসাময়িক বিখ্যাত ঘটনা এবং ব্যক্তিবর্গের ব্যঙ্গাত্মক ঘটনা নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। সব ইতালীয় ভাষার পিতৃপুরুষ হিসেবে স্বীকৃত তিনি।
পারিবারিকভাবে বিত্তশালী না হলেও দান্তেদের পরিবার ছিল সে সময় অভিজাত ও প্রভাবশালী।
দান্তের শিক্ষাদীক্ষা নিয়ে তেমন কিছু জানা যায় না। ধারণা করা হয়, বাড়িতেই তার পড়াশোনা শেষ হয়। সিসেরো, ওভিদ এবং ভার্জিলের কবিতায় তার প্রচণ্ড আগ্রহ ছিল। জানা যায়, দান্তে ৯ বছর বয়সেই বিয়েট্রিস পর্টিনারি নামে এক ফ্লোরেন্সীয় মেয়ের প্রেমে পড়েন। দান্তে কখনোই তার সম্পর্কে ভালোভাবে জানতেন না। তবে তার রচনায় এই রমণীর কথা বিভিন্নভাবে মূর্ত হয়ে উঠেছে। পরবর্তীকালে দান্তে রাজনীতিতে জড়িত হয়ে পড়েন এবং নির্বাসিত হন। ১৪২১ সালের ১৪ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।