পৃষ্ঠাসমূহ

১১ মে ২০১১

সালভাদর দালি

খ্যাতিমান স্প্যানিশ পরাবাস্তববাদী (Surrealist) চিত্রকর সালভাদর দালি ১৯০৪ সালের ১১ মে সেদেশের ফিগারেসে জন্মগ্রহণ করেন।
একজন নিখুঁত শিল্পী হিসেবে তিনি তার কর্মে যে বিষয়বস্তুর রূপদান করেন তা অদ্ভুত ও আবেদনময়ী। বলা হয়ে থাকে, তার শিল্পকর্মে নবজাগরণের প্রভাব পড়েছিল। ভাস্কর্য, চলচ্চিত্র এবং ফটোগ্রাফির মধ্যে তার বিশাল শিল্প প্রতিভার স্ফুরণ ঘটে। অতি উচ্চ মার্গের কল্পনাশক্তির অধিকারী ছিলেন তিনি। অনেক সময় শিল্পকর্মের চেয়ে খামখেয়ালি আচরণের জন্যও তিনি আলোচনার বিষয়বস্তু হয়েছিলেন।
দালির বাবা ছিলেন একজন আইনজীবী। তার মা ক্যান্সারে মারা গিয়েছিলেন। এ সময় দালির বয়স ছিল ১৬। মায়ের মৃত্যু তার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব রেখে যায়।
১৯২২ সালে দালি মাদ্রিদে চলে আসেন এবং একাডেমিয়া ডি সান ফার্নান্দোতে পড়াশোনা করেন। কিউবিজম নিয়েও তিনি ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করেন।
ফ্যাকাল্টিতে তাকে পরীক্ষা নেয়ার যোগ্যতা কারও নেই—এই উক্তি করে তিনি একাডেমিয়া থেকে বহিষ্কৃত হয়েছিলেন। পরবর্তী সময়ে দালির শিল্পকর্মে পাবলো পিকাসো এবং হুয়ান মিরোর প্রভাব পড়েছিল।
১৯৮৯ সালের ২৩ জানুয়ারি তিনি ফিগারেসে মৃত্যুবরণ করেন।